Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পটভুমিঃ ১৯৮৪ সালে বি,আর,ডি,বি এর আওতাভুক্ত আর,ডি-২(আর,পি,পি) পল্লী এলাকার দারিদ্র্র্য জন গোষ্ঠির আর্থ  সামাজিক উন্নয়নের জন্য কাজ শুরু করে। আর,ডি-২(আর,পি,পি)  জুন ১৯৮৮সালে প্রকল্পের মেয়াদ শেষ হয়। ১৯৮৮ সালে আ,ডি-১২ প্রকল্প নামে ১৭টি জেলায় ১৩৯টি উপজেলা কর্যক্রম শুরু করে। ১৯৯৪ সালে

প্রকল্পের  মেয়াদ শেষ হওয়ায়  পুনরায় প্রকল্পের মেয়াদ ২বৎসরের জন্য বৃদ্ধি করে। ১৯৯৬ সালে জুন মাসে আর,ডি-১২ প্রকল্পের মেয়াদ শেষ হয়ায় ১৯৯৬ সালে জুলাই মাসে পল্লী বিত্তহীন কর্মসূচী নামে ৩ বছরের জন্য প্রকল্পের মেয়াদ সম্প্রসারণ করা হয় এবং ১৯৯৯ সালের জুন মাসে পল্লী বিত্তহীন কর্মসূচীর মেয়াদ শেষ হয়।

এমতাবস্থায় সরকার ১৯৯৯ সালে নভেম্বর মাসে মহান জাতীয় সংসদে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশণ বিল পাশ করে এবং ১৯৯৯সালের ০৭ নভেম্বর রাষ্ট্রপতির সম্মতি লাভের পর ১৯৯৯সালের ১০ নভেম্বরে ২৩নং  আইন গেজেট আকারে প্রকাশিত হয়।

১৯৯৯ সালের আইন প্রনয়নের পর ২০০০সালের ০৩শে এপ্রিল তারিখে পি,ডি,বি,এফ কার্যক্রম শুরু হয় এবং ২০০০সালের ০৯ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী দারিদ্র্য বিমোচন ফাইন্ডেশন এর কার্যক্রম অনুষ্ঠানিক ভাবে উদ্ভোদ্ধন করেন। বর্তমানে পি,ডি,বি,এফ এর কার্যক্রম ৫৫টি জেলায় ৩৫৮টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

১। সিরাজগঞ্জ সদর কার্যালয়ে কার্যক্রম শুরু ঃ ০৬/০৫/২০১৩ইং।

২। ষ্টাফ অফিয়ালঃ(ক) সিনিয়র উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা     -        ০১জন।

(খ) সহকারী হিসাব উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা-০১জন।

(গ) ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ সহকারী -                                                ০১জন।

(ঘ) মাঠ সংগঠক     -                                                           ০৪জন।

(ঙ) বার্তা বাহক -                                                    ০১জন।

মোট= ০৮জন।

৩। সাংগঠনিক অবস্থানঃ

ক্রঃ নং    সমিতির নাম         চলতি বছর           ক্রয়জনিত

০১         সমিতি গঠন          ০১         ৬৮

০২         সদস্য ভাউচার        ১৬১       ২০৩৯

০৩        ঋণ বিতরন সদস্য    ৪৫৩       ১৭৪৭

০৪         ক্ষুদ্র উদ্যোক্তা         ৩৭         ২৫৮

৪। ঋণ কার্যক্রম অবস্থানঃ

ক্রঃ নং    সমিতির নাম         চলতি বছর           ক্রয়জনিত

০১         ক্ষুদ্র ঋণ বিতরন      ১৪৪.৯৫   ৯২৪.৬৪

০২         ক্ষুদ্র ঋন আদায়       ১৪৫.৯৪   ৯১৩.১১

০৩        আদায়ের হার         ৯৯%      ৯৯%

০৪         ক্ষুদ্র উদ্যেক্তা ঋণ আদায়         ৬৯.৫০    ৩৪৪.৭০

০৫         ক্ষুদ্র উদ্যেক্তা ঋন আদায়         ৯১.৩০    ৩২৫.৬০

৫। সদস্যদের পুজি গঠনঃ-

১। সাধারন সঞ্চয়

২। সোনালী সঞ্চয় স্কীম

৩। লাখপতি সঞ্চয় স্কীম

৪। মেয়াদী সঞ্চয় স্কীম

৫। নবজাতক সঞ্চয় স্কীম

৬। সুফল ভোগী সদস্যদের প্রশিক্ষন প্রদান

            ১। নেতৃত্ব বিকাশ ও সাময়িক  উন্নয়ন প্রশিক্ষণ ব্যাচ-৩৩,সদস্য সংখ্যা-৮২৫জন, জন দিবস-২৪২৫।

            ২। সমাজ উন্নয়ন প্রশিক্ষন ব্যাচ-৩১,সদস্য সংখ্যা-৭৭৫জন, জন দিবস-২৩২৫।

            ৩। প্রশিক্ষন দেয়া ৫০ ৪২ ২২=৫০,০০০/-