Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবাকীভাবে পাবেন

* প্রশিক্ষনঃ- সমিতির সাপ্তাহিক সভায় মাঠ সদস্যদের সাথে আলোচনা করে কোন সদস্য কোন কর্মকান্ডের উপর প্যশিক্ষন দিবে তার তালিকা প্রস্তুুত করে উপজেলা কার্যালয়ে দাখিল করবে। উপজেলা কার্যালয় হতে বাস্তবায়ন হবে।

            * সদস্যদের ঋন সহয়তা প্রদানঃ- সমিতির সাপ্তাহিক সভায় মাঠ কর্মী সদস্যদের ঋনের প্রস্তাব প্রস্তুত করবেন এবং উপজেলা কার্যালয়ে দাখিল করবেন। ঋন অনুমোদনের পর ৫ কর্মদিবসের মধ্যে সদস্য ঋ গ্রহন করতে পারবেন।

            *পুজি গঠনঃ- সমিতির সাপ্তাহক সভায় উপস্থিত  হয়ে সদস্য  তার সঞ্চয় মাঠ কর্মীর নিকট জমা করবে এবং পাশ বহিতে লিখে দিবেন।

            *আয় বৃদ্ধি মুলক কর্মকান্ড সৃষ্টিঃ- সদস্যদের আই,জি,এ নিধারন করে এবং উপজেরা অফিসে প্রশিক্ষন প্রদান করে ঋন সহায়তা গ্রহন করে আই.জি.এ ভিত্তিক কার্যক্রম পরিচালনা  করবে।

            * সোলার প্যানেল সরবরাহঃ- পল্লী যে সকল এলাকায় বিদ্যুতায়িত হয় নাই। সে সকল এলাকায় পি.ডি.বি.এফ সোলার প্যানেল স্থাপন করে দিবে।

            *নারী পুরুষের সমতা বিধানঃ- পল্লী এলাকার নারীদের কর্ম সংস্থান সৃষ্টি করে নারী ও পুরুষের সমতা বিধান করে।

            * উধ্যোক্তা সৃষ্টি করাঃ- প্রশিক্ষন প্রদানের মাধ্যমে এবং ঋন সহায়তা  প্রদান করে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা।