*পি.ডি.বি.এফ এর সেবা সমুহ প্রতিটি গ্রামে বিস্তৃতি ঘটানো।
*আগামী ০৫(পাঁচ)বছরে ৫০০০জন নারীকে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করে
তাদেরকে ভক্তাকে প্রশিক্ষন করে গড়ে তোলা যাতে তারা আতœ কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে।
* আগামী অর্থ বছরে তাদেরকে ০৭(সাত) কোটি টাকা ঋন সহায়তা প্রদান করা পরিকল্পনা আছে।
* পি.ডি.বি.এফ সদস্যদের স্বাবলম্বী করার জন্য ৫ ধরনের সঞ্চয় সংগ্রহ করে থাকেন।
১। সাধারন সঞ্চয়।৪২.০০
২। সোনালী সঞ্চয়।৩৮.০০
৩।লক্ষ টাকা সঞ্চয় স্কীম।১০.৫৮
৪। মেয়াদী সঞ্চয় স্কীম।৮.৯০
৫। নবজাতক সঞ্চয় স্কীম। .৩৪
আগামী ০৫ (পাঁচ) বৎসরে সিরাজগঞ্জ উপজেরার পি.ডি.বি.এফ সদস্যদের নিকট হতে উল্লেখিত ৫ ধরনের সঞ্চয় থেকে ০৫(পাঁচ) কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করবে।
সংগ্রহীত এই পুজি দিয়া সদস্যরা স্বাবলম্বী হতে পারে। নিজের জমানো পুজি দিয়ে তারা স্বাবলম্বী হতে পারে।
নারী পুরুষের সমতার বিকাশের মাধ্যমে এবং নারীদের কর্মসংস্থানের সৃষ্টি করে দেশকে দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস