*১৬০০ সদস্যকে প্রশিক্ষনের প্রদান করে তাদেরকে প্রশিক্ষক করে গড়ে তোলা।
*আয় বৃদ্ধি মুলক কর্মকান্ডের উপর ৯,২৪,৬৪,০০০/-নয় কোটি চব্বিশ লক্ষ চৌষট্রি হাজার টাকা ঋন
সহায়তা প্রদান করা হয়েছে।
*২৫৮ জন উদ্যোক্তাকে ৩,৪৪,৭০,০০০/-( তিন কোটি চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজার )টাকা ঋন প্রদান
করা হয়েছে।
* সদস্যদের ভবিষ্য নিরাপত্তার জন্য ৯৬,৯০,০০০/-(ছিয়ানব্বই লক্ষ নব্বই হাজার ) টাকা সঞ্চয় /পুজি
গঠন করা হয়েছে।
* পি.ডি.বি.এফ বর্তমান সরকারের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়পর লক্ষে দারিদ্র ও সুবিধা বঞ্চিত জন গোষ্ঠিকে সংগঠিত করে তাদের পুজি গঠনের পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য ঋন সহায়তা প্রদান করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস